সাতক্ষীরার পাটকেলঘাটায় শাহিনুর কবির নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসান ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন শাহিনুরের ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহিনুর সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হাসানুর রহমান হাসান জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী। তিনি পতিত আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জমি নিয়ে বিরোধের জেরে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় শাহিনুর...