বাগেরহাটে একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাদে তিন দিনের হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। ঘোষিত কর্মসূচির মধ্য রয়েছে– ৭ সেপ্টেম্বর জেলাসদরে বিক্ষোভ, লিফলেট বিতরণ ও মাইকিং; ৮ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল; ৯ সেপ্টেম্বর জেলাজুড়ে বিক্ষোভ; ১০ সেপ্টেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টা হরতাল। অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীদের বহনকারী গাড়ি ও জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে। সর্বদলীয় সম্মিলিত কমিটির কনভেনর এমএ সালাম ও সদস্যসচিব শেখ মুহাম্মদ ইউনুস ছাড়াও জেলা বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, জামায়েতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমসহ সর্বদলীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘নির্বাচন কমিশন জনমানুষের দাবি উপেক্ষা করে এ আসন বিন্যাস করেছে। গণমানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। এতেও যদি নির্বাচন কমিশন...