নওগাঁর মহাদেবপুরের সাবরেজিস্ট্রার অফিসের সিন্ডিকেট নিয়ন্ত্রক কনককে ১০ দিনেও আটক করতে পারেনি পুলিশ। কনকের বিরুদ্ধে ডিবিসির সাংবাদিক সাজুকে মারধর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনে মামলা করে। মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়। তবে প্রধান আসামি হিসেবে কনক রয়েছে। এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। অন্যরা থানা চত্বরে প্রকাশ্য চলাচল করছে বলে জানা গেছে। কনক উপজেলা সাবরেজিস্ট্রার অফিসের সমিতির একটি দায়িত্বশীল পদে রয়েছে। ভূমি খারিজ দলিল সম্পাদন করার ক্ষেত্রে সমিতিকে বড় একটি চাঁদা দিতে হয়। এ ক্ষেত্রে কনকের নেতৃত্বে গড়ে তোলা হয়েছে শক্তিশালী সিন্ডিকেট। প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার অবৈধ কারবার নিয়ন্ত্রণ করে কনক বাহিনী। সম্প্রতি মহাদেবপুরে রাতের আধারে জমির খারিজ সম্পাদক করা নিয়ে সাধারণ মানুষের ভেতর ব্যাপক প্রতিক্রিয়া হয়। এসব ব্যাপারে গত ২৭ আগস্ট...