নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছে, ভোট কেন্দ্রগুলোকে ইঞ্জিনিয়ারিং করার প্রচেষ্টা চলছে,যা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছে। ভোট কেন্দ্র গুলো দূরবর্তী স্থানে স্থাপনের মাধ্যমে একটা কৃত্রিম জটিলতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। কাদের বলেন, নয় সেপ্টেম্বর ঘিরে নানা শঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন প্রথম থেকেই নিরপেক্ষতা হারিয়েছে,নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের চোখে চোখ রেখে যে গুটিকয়েক মানুষ কথা বলতো তাদের মধ্যে একজন হচ্ছে আবু বাকের মজুমদার। আমরা ডাকসু কেন্দ্রীক শিক্ষার্থীদের কাছে নতুন করে যাচ্ছি না, আমরা বিগত সময়ে প্রতিকূল পরিস্থিতিতে যেমন শিক্ষার্থীদের পাশে ছিলাম, আমাদের সেই প্রতিশ্রুতি গুলোকে পুনঃব্যক্ত করছি।...