ভাদ্রের গরমকে ‘তালপাকা গরম’ বলে থাকেন অনেকে। শরতের এই মাসের শেষ দিকে এসে সেটি যেন ভালোই টের পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমে হাঁসফাঁস করছে মানুষ। ঢাকা শহরের ওপর দিয়ে রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়েছে মানুষ। এদিন দিনের বেলায় তাপমাত্রার পারদ নেমে এলেও দিনভরই ঢাকায় রোদের উত্তাপ ছড়িয়েছে। এতে ভোগান্তিতে পড়েন শ্রমজীবী মানুষ। বাংলামোটর এলাকায় পানি বিক্রি করছিল শিশু সজীব হোসেন। ক্লান্ত হয়ে ফুটপাতে হাঁটু মুড়ে বসে থাকতে দেখা গেল তাকে। জানতে চাইলে সে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “পানি বিক্রি করে লাভের টাকায় পানিই খাচ্ছি; অসম্ভব গরম। বাসে ছোটাছুটি করে কিছুক্ষণ পানি বিক্রি করলে ক্লান্তি লাগে, মাথা ঝিমঝিম করে। তাই এভাবে বসে ছিলাম।” কারওয়ান বাজার...