শক্তিশালী জাপানের বিপক্ষে চমক দেখাতে পারল না বাংলাদেশ। বড় ব্যবধানে হেরে এশিয়া কাপ শেষ করল ষষ্ঠ স্থানে থেকে। তবে এই হারের পরও হকি বিশ্বকাপের বাছাইয়ে খেলার আশা টিকে আছে দলের। ভারতের বিহারে হওয়া এশিয়া কাপের ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে রোববার জাপানের কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার আশা শেষ হয়ে যায় দলের। এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি পাবে আগামী বছর নেদারল্যান্ডস-বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার টিকেট। আট দলের মধ্যে সেরা পাঁচে থাকা দলগুলো ছিল বিশ্বকাপ বাছাই সরাসরি খেলার সুযোগ। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে বাংলাদেশকে এখন পার হতে হবে প্লে-অফের বৈতরণী। সেখানে আশরাফুলদের প্রতিপক্ষ পাকিস্তান। সব মিলিয়ে এবারের আসরে পাঁচ ম্যাচের চারটিতে হারল...