রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলার সময় পুলিশের উপর হামলার ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, শনিবার গভীর রাত ও রোববার মিলিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উজান ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা এবং গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা (৪০), দক্ষিণ উজানচর গ্রামের বাসিন্দা এবং উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা, দেওয়ানপাড়া গ্রামের মো. শাফিন সরদার (১৯), দেওয়ানপাড়া গ্রামের এনামুল হক জনি (৩২), কাজিপাড়া গ্রামের অপু কাজি (২৫), দেওয়ানপাড়া গ্রামের হায়াত আলি (২৯) এবং নতুনপাড়া এলাকার মো. জীবন সরদার (২২)। আসামিপক্ষের আইনজীবী এমদাদুল হক বিশ্বাস বলেন, “আসামিদের জামিন আবেদন করা হয়েছিল। বিচারক...