০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রজনন ওষুধ সম্পর্কিত প্রকাশিত নিবন্ধ এবং উদ্ধৃতির (সাইটেশন) সংখ্যার দিক থেকে দেশটি পশ্চিম এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। উপ-স্বাস্থ্যমন্ত্রী (গবেষণা ও প্রযুক্তি) শাহিন আখুন্দজাদে বুধবার তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে ২৬তম রোয়ান আন্তর্জাতিক কংগ্রেস এবং ২৪তম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান। তিনি প্রজনন ওষুধ প্রকাশনা এবং উদ্ধৃতির ক্ষেত্রে তুরস্কের সাথে ইরানের এই শীর্ষ অবস্থানের তুলনা করেছেন, যারা গবেষণায় ইসলামিক প্রজাতন্ত্রের চেয়ে ১১ গুণ বেশি ব্যয় করে এবং কোনো বৈজ্ঞানিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয় না। তিনি আরও বলেন, বিজ্ঞান খাতে জিডিপির মাত্র ০.৫ শতাংশ ব্যয় করা সত্ত্বেও প্রজনন ওষুধ সম্পর্কিত প্রকাশিত নিবন্ধের সংখ্যার দিক থেকে ২০২৪ সালে ইরান বিশ্বব্যাপী চীন এবং যুক্তরাষ্ট্রের পরে তৃতীয় স্থানে রয়েছে।আখুন্দজাদেহ...