জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের মানুষের এদের থেকে মুক্তি চায়। মব ভায়োলেন্স, সন্ত্রাস, দখল বানিজ্য আর লুটপাটের অভয় অরণ্যে পরিণত হয়েছে দেশ। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। পরিণতি এমন দিকে যাচ্ছে শেখ হাসিনা হয়তো পালিয়ে বাঁচতে পেরেছে কিন্তু ড. ইউনুস পালানোর পথ পাবেন না। তাই সময় থাকতে স্বেচ্ছায় ক্ষমতাবান হস্তান্তর করুন। দেশবাসী নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তিনি রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব ঢাকার আব্দুস সালাম হল মিলনায়তনে জাতীয় যুব সংহতির আহবায়ক আবুল হাসান আহমেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। কাজী মামুন বলেন, দেশবাসী যমুনাতে বসে ড. ইউনুসকে...