ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান চলাকালীন ভবনধসে অন্তত তিনজন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক দুর্যোগ কর্মকর্তা।সংবাদমাধ্যমসিএনএএক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ নারীসহ প্রায় ১০০ মানুষ পশ্চিম জাভার বোগর জেলায় এক কমিউনিটি হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তখন হঠাৎ করে ভবনটি ধসে পড়ে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আদম হামদানি জানিয়েছেন।তিনি রোববার এএফপিকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনজন মারা গেছেন। ভবনটি সভাকক্ষ ও উপাসনালয় হিসেবে ব্যবহার করা হতো জানিয়ে আদম বলেন, সম্ভবত ভবনের কাঠামো খুব মজবুত ছিল না। লোকজন নবীজির জন্মবার্ষিকী পালনে উৎসাহী হয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।তিনি আরও জানান, ভেতরে থাকা সবাইকে শনাক্ত করা গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে...