চলচ্চিত্রের বেশ কজন শিল্পী প্রয়াত হয়েছেন গত এক বছরে। আলাদা করে তাদের স্মরণের আয়োজন করা যায়নি নানান কারণে। তা ছাড়া গণ-অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছেন চলচ্চিত্র শিল্পীসমিতির আওয়ামী সমর্থক একটি অংশ। দেরিতে হলেও প্রয়াতশিল্পীদের স্মরণের আয়োজন করা হলো, যা হয়ে উঠলো জীবিত শিল্পীদের মিলনমেলা। আজ (৭ সেপ্টেম্বর) রোববার দুপুর থেকে ছিল এফডিসি-কেন্দ্রিক শিল্পীদের আয়োজন ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’। গত শতকের নব্বইয়ের দশকের নায়ক-নায়িকা, খলনায়ক-খলনায়িকা, কৌতুকশিল্পী থেকে পার্শ্ব চরিত্রের অভিনয়শিল্পীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল বিএফডিসি প্রাঙ্গণ। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরস্পরের কাছে দোয়া চেয়েছেন শিল্পীরা। কিংবদন্তি অভিনেতা সোহেল রানা সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘কে কখন চলে যাব, শিওর না। যদি কোনো ভুল-ত্রুটি কিংবা অন্যায় করে থাকি, আজ এই মুহূর্তে আমি এই সুযোগটা নেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।...