চলতি মাসের প্রথম ছয় দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ৬০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ৬ হাজার ২৯৫ কোটি ২০ লাখ টাকা। রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ চলতি বছর ছয় দিনে আসা রেমিট্যান্স আগের বছরের তুলনায় ৪ কোটি ডলার কম। তবে চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরুর মাস জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৫৪১ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে (৪৬৯ কোটি ৪০ লাখ ডলার) তুলনায় ৭২ কোটি ২০ লাখ ডলার বেশি। এতে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৫.৪ শতাংশ। একই প্রতিবেদনে জানানো হয়, জুলাইয়ে দেশে এসেছে...