গাজীপুর:গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমা এলাকায় একটি দোকান থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর র্যাব সদস্যদের অবরুদ্ধ করেছে সেখানকার কিছু লোক। পরে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে কাঠ বাঁশ ফেলে অবরোধ করে রাখে। ওই ব্যবসায়ী হলেন- শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন। তিনি বরমা চৌরাস্তা এলাকায় দোকান নিয়ে অটোরিকশা পার্টসের ব্যবসা করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার বরমা এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালায়। পরে মোশারফ হোসেনের অটোরিকশার যন্ত্রাংশের দোকানে তল্লাশি করে। এ সময় তার দোকান থেকে অস্ত্র পাওয়া গেছে বলে অভিযোগ এনে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। তবে কী অস্ত্র তা জানা যায়নি। বিষয়টি জানাজানি হলে আশপাশের ব্যবসায়ী...