গাজীপুরের কালীগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে আবাসিক গ্যাস সংযোগ। এতে ভোগান্তিতে পড়েছেন দেড় শতাধিক বৈধ গ্রাহক। নিয়মিত বিল পরিশোধ করেও কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। গত ২০ আগস্ট সকালে রান্না শেষ করে চুলা বন্ধ করেছিলেন স্থানীয় গৃহবধূ সুইটি বেগম। দুপুরে আবার চুলা জ্বালাতে গিয়ে দেখেন আগুন আর মিলছে না। একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্থানীয় গৃহবধূ শিলা, রোজিনা, মিলি ও শান্তা। শান্তা বলেন, আগে থেকে জানলে অন্তত কিছু প্রস্তুতি নিতে পারতাম। এখন মাটির চুলা বা লাকড়ির কোনো ব্যবস্থা নেই। সংসারের সীমিত আয়ে গ্যাস সিলিন্ডার কেনাও কষ্টকর। তাই দুই সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে আছি। প্রথম দিকে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা যায়, পুলিশ প্রহরায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ কালীগঞ্জ...