আবুধাবি রওনা হওয়ার পর বিমানে শামীম হোসেনের সেলফিতে রিশাদ হোসেন, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে লড়তে রোববার, (০৭ সেপ্টেম্বর ২০২৫) দুই ধাপে আবুধাবিতে গেছে বাংলাদেশ দল। প্রথম ধাপে সকালে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়সহ বেশ কয়েকজন। বাকিরা যায় সন্ধ্যার ফ্লাইটে। ফ্লাইট ছাড়ার আগে ফেসবুকে দেওয়া পোস্টে লিটন লিখেছেন, ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই।’ ‘আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব- একবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।’ এশিয়া কাপের জন্য এক মাস আগে শুরু হয়েছিল বাংলাদেশ দলের প্রস্তুতিপর্ব। শুরুতে কিছুদিন ছিল কঠোর ফিটনেস...