‘অতি শিগগির’ তারেক রহমানের দেশে ফিরে আসার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সুনিদির্ষ্ট কোনো দিনক্ষণ বলেননি তিনি। তার আশা, তারেক রহমান দেশে ফিরে এলে দলের ‘ভোটের প্রচারণার অর্ধেকই’ সেদিন হয়ে যাবে। রোববার বিকালে রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় সালাহউদ্দিন এসব কথা বলেন। আগের দিন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও তারেক রহমানের শিগগির দেশে আসার কথা বলেছিলেন। এর দুদিন আগে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার ভ্রমণ বিষয়ক কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে। তার ফিরে আসার বিষয়টি তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি মন্ত্রণালয়ে বিফ্রিংয়ে বলেছিলেন। চিকিৎসার...