০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হিজুলিয়া এলাকায় ভুক্তভোগী ও স্থানীয়রা এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। এ সময় এলাকাবাসীর অভিযোগ অন্তর আলী, শাহীন মিয়া, রতন আলী, রবি ও রনি এলাকায় ত্রাস সৃষ্টি করে দখল ও চাঁদাবাজি করছে আর এতেই অতিষ্ঠ হয়ে আমাদের এই মানববন্ধন। তবে ইতোমধ্যে ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে। ভুক্তভোগী কামরুল হাসান জানান, আমি গরুর ব্যবসা করি। অন্তর আলী, শাহীন মিয়া, রতন আলী, রবি ও রনি আমার কাছে ৩৫ হাজার টাকা চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করলে আমার বাবার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা চেয়ে তারা বলে আগে...