জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে ‘গণছুটি’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলন চলাকালে দেশে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন যেন না ঘটে সে জন্য ৮০টি সমিতির উপকেন্দ্রগুলোতে দুজন করে বিদ্যুৎকর্মীকে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। অ্যাসোসিয়েশন জানায়, পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূর ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে যান কর্মকর্তা-কর্মচারীরা। সরকারকে উদ্দেশ করে মাহবুবুর রহমান বলেন, ‘আমরা রাষ্ট্রবিরোধী কোনো প্রকার ইন্ধনের পরিপ্রেক্ষিতে আন্দোলনে অংশগ্রহণ করিনি। আমরা পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর সমস্যার স্থায়ী সমাধান চাই। এ ছাড়া আমরা সরকার ও দেশের জনগণকে এটা নিশ্চিতভাবে বলতে চাই, বিদ্যুৎ সরবরাহে কোনোরূপ...