দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘পুষ্পা’। এরইমধ্যে দুটি কিস্তি দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিসে যেমন কাড়ি কাড়ি পয়সা কামিয়েছে তেমনি পেয়েছে প্রশংসাও। এবার জানা গেল নতুন তৃতীয় কিস্তির খবর। ‘পুষ্পা ৩ : দ্য রামপেজ’ নামে ছবিটি নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা সুকুমার। এতে গল্প ও চরিত্রে থাকবে বেশ কিছু চমক। শনিবার (৬ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে এই ঘোষণা দেন তিনি। ওই অনুষ্ঠানে ‘পুষ্পা ২ : দ্য রুল’-এর দল মঞ্চে ওঠে একাধিক পুরস্কার গ্রহণ করতে। তখন উপস্থাপক সুকুমারকে প্রশ্ন করেন, ‘পুষ্পা ৩’ আদৌ হবে কিনা। উত্তরে সুকুমার স্পষ্টভাবে বলেন, ‘অবশ্যই হচ্ছে!’ তার এ কথা শুনে দর্শকদের মধ্যে উল্লাস পড়ে যায়। এর আগেই ‘পুষ্পা ২’-এর এন্ড ক্রেডিট সিনে তৃতীয় পর্বের ইঙ্গিত দেওয়া...