আজ রাতের আকাশে অপেক্ষা করছে এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার আলোয় ভেসে আসবে এক অনন্য রাত।দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সঙ্গে থাকবে রক্তিম চাঁদ বা ‘ব্লাড মুন’। উপচ্ছায়া গ্রহণও থাকবে একই সঙ্গে। চাঁদের কাছাকাছি দেখা যাবে উজ্জ্বল দুই গ্রহ—শনি ও নেপচুন। এক রাতে এতগুলো মহাজাগতিক ঘটনা একসঙ্গে দেখা সত্যিই এক দুর্লভ সুযোগ, যা কেবল বছরে একবার কিংবা কখনো কখনো দশকেও একবার ঘটে। অনেকেই প্রশ্ন করছেন—এ দৃশ্য কি খালি চোখে দেখা যাবে? চোখের কোনো ক্ষতি হবে না তো? নাসা এবং অন্যান্য মহাকাশ বিজ্ঞানীরা এসব প্রশ্নের উত্তর পরিষ্কারভাবেই দিয়েছেন। নাসা বলছে, চন্দ্রগ্রহণের সময় সূর্যগ্রহণের মতো তীব্র ও ক্ষতিকর আলোর রশ্মি তৈরি হয় না। সূর্যগ্রহণের সময় সূর্যের অতিবেগুনি রশ্মি ও তীব্র আলো চোখে সরাসরি পড়লে তা চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। কিন্তু...