চট্টগ্রামে অল্পের জন্য সাপের ছোবল থেকে রক্ষা পেয়েছেন আদালতের এক কর্মচারী। রবিবার বিকালে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের এজলাস কক্ষে একটি সাপ ছোবল মারে বেঞ্চে দায়িত্বরত এক পেশকারকে৷ সৌভাগ্যক্রমে ওই পেশকারের গায়ে ফুল হাতা শার্ট থাকায় তিনি রক্ষা পান৷ এর আগে গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট-৩ আদালতে স্ট্যানোগ্রাফারের রুমের দরজার সামনে বিষাক্ত একটি সাপের দেখা মিলে। তবে সাপটিকে পিটিয়ে মারা...