এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারতের রাজগিরীতে জাপান ৬-১ গোলে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম হয়েছে। এতে জাপান সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে হবে। পাকিস্তান এশিয়া কাপ না খেলায় মূলত বাংলাদেশ এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে। এশিয়া কাপ শেষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে এখন সেই পাকিস্তানের মুখোমুখির অপেক্ষায় বাংলাদেশ। রোববার, (০৭ সেপ্টেম্বর ২০২৫) ভারতের রাজগিরে ৯, ১৫, ৩৬, ৩৮, ৫০ ও ৫৬ মিনিটে জাপান গোল পায়। দলের হয়ে শিনওয়ারা রিয়োশুকে হ্যাটট্রিক করেন। বাংলাদেশ একমাত্র গোল শোধ দেয় ৫৫ মিনিটে। আমিরুল ইসলাম আক্রমণ থেকে ব্যবধান কমান। জাপানের কাছে হেরে বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ হারালো বাংলাদেশ। তবে সব আশা শেষ হয়নি। এখন প্লে অফ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিন...