কক্সবাজারের বাঁকখালী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা, হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলা করেছে বিআইডব্লিউটিএ। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে রোববার দুপুরে বিআইডব্লিউটিএ কক্সবাজার নদীবন্দরের পোর্ট অফিসার মো. আবদুল ওয়াকিল মামলাটি করেন। মামলার আসামির মধ্যে আছেন- জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির উদ্দিন, সিআইপি আতিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক, তার ছোট ভাই কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউপি চেয়ারম্যান ও আইনজীবী আবদুল খালেক, ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পর্যটকবাহী জাহাজ ব্যবসায়ী হোসাইন ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমাইরা...