রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে ফজলে রাব্বি মো. ফাহিম রেজা নির্বাচন করবেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে রাকসু কার্যালয়ের সামনে শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন এ প্যানেল ঘোষণা করেন। ছাত্রশিবিরের এই প্যানেলের নাম ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তারা তাদের প্যানেলকে ‘ইনক্লুসিভ’ হিসেবে দাবি করেছেন। সহ-সভাপতি (ভিপি) পদে মোস্তাকুর রহমান জাহিদ লড়বেন শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি। ফজলে রাব্বি মো. ফাহিম রেজা সাধারণ সম্পাদক পদে প্যানেলে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের সভাপতি এস এম সালমান সাব্বির। প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হামিদুল্লাহ নাঈম, সহ-ক্রীড়া সম্পাদক আবু...