মোল্লাপাড়ায় এদিন ছুটে আসেন চর্চা ডটকমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, ব্লাস্টের প্রধান কার্যালয়ের প্রতিনিধি মিনহাজুল কাদির ও গ্রিন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব।তাদের সঙ্গে ছিলেন ব্লাস্টের রাজশাহী সমন্বয়কারী অ্যাডভোকেট সামিনা বেগম, সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার, জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র হেমব্রম ও আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক পলাশ কুমার মাহাতো। তারা পাহাড়িয়া সম্প্রদায়ের সর্দার বাবুল বিশ্বাসের কাছ থেকে পুরো ঘটনা শোনেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। যদিও জেলা প্রশাসকের সঙ্গে দেখা হয়নি।নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, ‘পাহাড়িয়া সম্প্রদায়ের মানুষগুলো এখানেই জন্ম নিয়েছে, এখানেই তাদের পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। আইনও বলে, যে পরিবার দীর্ঘদিন ধরে কোনো ভূমিতে বসবাস করে, সেই...