প্রয়োজনে শুধু দশজন ভালো মানুষ নিয়ে রাজনীতি করব। একশ বা হাজার গুন্ডা নিয়ে রাজনীতি করার চেয়ে ১০ জন সৎ মানুষের সঙ্গে পথ চলা অনেক সম্মানের বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি বলেন, মানুষের সঙ্গে যদি উগ্র আচরণ করেন, তাহলে মানুষ ভাববে এনসিপিও উগ্র। সারাদিন যদি ধান্দাবাজি করেন, আর লোকজনকে বলেন আপনি ভালো—এটা মানুষ কখনোই বিশ্বাস করবে না। আপনি ভালো কাজ করুন, মানুষ এমনি বলবে এনসিপির লোকজন ভালো। নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, আমার যদি একশ কোটি টাকার দুর্নীতির রিপোর্ট প্রকাশ পায়, তাহলে কি আমি ভালো? না। তাহলে এনসিপিও খারাপ।...