ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় নজিরবিহীন হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কিয়েভের প্রধান সরকারি ভবনেও হামলা চালিয়েছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যখন বেশ আগেই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে, সে সময় এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ ও যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার নামান্তর।’ তিনি বিশ্বকে হামলা বন্ধ করার রাজনৈতিক ইচ্ছা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লেখেন, বিশ্ব চাইলে ক্রেমলিনের অপরাধীদের হত্যা বন্ধে বাধ্য করতে পারে। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছার। ইউক্রেনের প্রধানমন্ত্রী যুলিয়া স্বাইরিডেঙ্কো বলেছেন, যুদ্ধকালীন অবস্থায় প্রথমবার সরকারি ভবনে হামলা চালালো রাশিয়া। এতে ভবনের ছাদসহ ওপের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনে আগুন ধরে গেছে। দেশব্যাপী হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। তাদের মধ্যে এক শিশু ও এক তরুণী রয়েছে। কিয়েভের স্বিয়াতোশিনস্কি জেলায়...