রাজধানীতে আইইএলটিএস পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ। রবিবার (৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানীর ‘অ্যামাজন লিলি লেক ভিউ রেসিডেন্স’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার মাধ্যমে আদায় করা নগদ ৮ লাখ ৩৮ হাজার টাকা এবং ৮টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—পান্না পুনম হাওলাদার ওরফে কেয়া (২৬) এবং মো. মামুন খান (৩৭)। প্রতারণার কৌশল হিসাবে ডিএমপি জানায়, ভুক্তভোগী মো. নাদিত হাসান রকি রাজধানীর কুইন গ্লোবাল কনসালট্যান্ট অ্যান্ড আইইএলটিএস কোচিং প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আসামিরা...