নিজস্ব ছক ভেঙে অনেকটা অনেকটা ভিন্নভাবে উপস্থাপন করলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তার লম্বা কালো চুল ভক্তদের কাছে ছিল এক ধরনের ‘ট্রেডমার্ক’। এবার তাকে দেখা গেল হালকা সোনালি রঙের ছোট বব হেয়ারস্টাইলে। তিন দশকে এটাই তার সবচেয়ে ছোট হেয়ারস্টাইল। সম্প্রতি লন্ডনে ‘অ্যাংকশাস পিপল’ সিনেমার সেটে এভাবেই ধরা দিয়েছেন জোলি। প্রায় অন্তর্জালে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অ্যাঞ্জেলিনা জোলির পরনে লম্বা সাদা র্যাপ টপ, ফ্লোই ক্যাপ্রি প্যান্ট, সঙ্গে হালকা লাল লিপস্টিক ও সোনালি ব্রোচ। সাধারণত লম্বা কালো চুলে অভ্যস্ত ভক্তরা নতুন এই রূপ দেখে এক কথায় মুগ্ধ হয়েছেন। অ্যাঞ্জেলিনা জোলির ক্যারিয়ারে যেমন বহুমাত্রিক চরিত্র এসেছে, তেমনি প্রতিটি লুকও দর্শকদের মনে রেখাপাত করেছে। ‘গার্ল, ইন্টারাপটেড’ থেকে শুরু করে ‘মেলিফিশেন্ট’– প্রতিবারই তিনি নতুন রূপে হাজির হয়েছেন। তবে সোনালি ছোট বব হেয়ারকাট তাঁর জন্য...