ফিলিস্তিনি সমর্থক গোষ্ঠী প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ করায় প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। রবিবার পুলিশ এ তথ্য জানিয়েছে। জুলাই মাসে ব্রিটেন সন্ত্রাসবিরোধী আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে। এর আগে গোষ্ঠীটির কিছু সদস্য রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে এবং সামরিক বিমানের ক্ষতি করে। এর পর ব্রিটেনে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত প্রতিরক্ষা সংস্থাগুলোতে ভাঙচুরের ঘটনা ঘটে। লন্ডন পুলিশ জানিয়েছে, শনিবার মধ্য লন্ডনে পার্লামেন্টের কাছে বিক্ষোভের পর ৮৯০ জনকে আটক করা হয়েছে, যা এখন পর্যন্ত এই ধরণের কোনো বিক্ষোভ থেকে সর্বোচ্চ সংখ্যক আটক। এদের মধ্যে নিষিদ্ধ গোষ্ঠীর প্রতি সমর্থন দেখানোর জন্য ৮৫৭ জনকে আটক করা হয়েছে এবং বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ১৭ জনকে কর্মকর্তাদের উপর হামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে।বিক্ষোভকারীদের অনেকের বয়স ৬০ বছরের বেশি। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার...