‘নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ’ শিরোনামে গত ৪ সেপ্টেম্বর জাগো নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিমের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও মানহানিকর। তিনি কখনই এ ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত নন। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এম এ কাশেমের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলো প্রকৃতপক্ষে উচ্চ আদালতে বিচারাধীন বিষয়। উল্লেখযোগ্য যে, সংশ্লিষ্ট মামলাসমূহ বর্তমানে হাইকোর্টে স্থগিতাদেশাধীন রয়েছে। এ প্রেক্ষাপটে এ ধরনের বিষয় জনসমক্ষে উপস্থাপন করা...