পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ। মাননীয় উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আলোর দিশারী হয়ে এসেছিলেন। তিনি মানবসভ্যতাকে মুক্তির পথে পরিচালিত করেছেন। সত্য, ন্যায়, সমতা, দয়া ও মানবকল্যাণ তাঁর জীবনাদর্শের মূল শিক্ষা। আমাদের প্রত্যেককে...