সিলেটে ইস্টার্ন ব্যাংক চৌহাট্টা শাখা থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করেছিলেন সুনামগঞ্জের ব্যবসায়ী এমদাদুল হক। এজন্য ‘ভালো গ্রাহক’ হিসেবে ব্যাংক তাকে স্বীকৃতিও দেয়। কিন্তু এরপরে যা ঘটেছে তা কখনো কল্পনাও করতে পারেননি এমদাদুল। ওই ব্যাংকের অন্য এক গ্রাহকের এক কোটি ২০ লাখ টাকার খেলাপি ঋণে ‘গায়েবি গ্যারান্টর’ সাজিয়ে ফাঁসানো হয়েছে তাকে। ব্যাংকের করা একটি অর্থঋণ মোকদ্দমার বিবাদীও হতে হয়েছে এই ব্যবসায়ীকে। এমদাদুল হক সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নতুনপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায় বসবাস করছেন। মেসার্স এমদাদ ট্রেডিং নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় গত ১০ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর ব্যাংকের সাত কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এমদাদুল। একইসঙ্গে বৃহস্পতিবার (৪ আগস্ট) সিলেটের অর্থঋণ আদালতে...