০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম বর্ণাঢ্য আয়োজনে সিলেটে আত্মপ্রকাশ করেছে ''কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন''। সৃজনশীল উদ্যোগ ও সঠিক পরিকল্পনা, যথাযথ বাস্তবায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সিলেট কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেটের সাবেক ছাত্রনেতা মোঃ আসাদুল হক আসাদের উদ্যোগ ও পরিকল্পনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে পরিচিতি পর্ব ও মত বিনিময়ের মাধ্যমে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের জীবনযাত্রা ও শিক্ষা ব্যবস্থার মান এখনো অনেক পিছিয়ে। তাই, কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর অধিকার আদায়ের আন্দোলনে সাধারণ মানুষদের পাশে থাকতে ও উন্নয়নমূলক সৃজনশীল কাজের উদ্যোগ নিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক সংগঠক ও আলোকিত মানুষেরা নতুন এই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একাত্মতা পোষণ করেছেন।...