০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্রীজের এ্যপ্রোচ ভেঙে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার আমতলী ইউনিয়নের ইউনিয়ন স্বাস্হ্য কমপ্লেক্সের সামনে পুর্বপাড়া গ্রামের ৫০ নং শান্তিকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের খালে। জানা গেছে বিগত ৩০ বছর আগে ১৯৯৬ সালে ঘাঘর-পয়সারহাট খালের ওয়াবদারহাট বাজারের পস্চিম পাশে পুর্বপাড়া গ্রামে আমতলী ইউনিয়ন স্বাস্হ্য কমপ্লেক্সের সামনে ৩৩ লক্ষ টাকা ব্যায়ে ২৪ মিটার দৈর্ঘের আরসিসি এ ব্রীজটি গোপালগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক এন্ড সন্স এর মাধ্যমে নির্মান কাজ বাস্তবায়ন করেন স্হানীয় প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জ।এর পর থেকে ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন আমতলী,শুয়াগ্রাম,রাধাগঞ্জ,বান্ধাবাড়ী,সাদুল্লাপুর ও রামশীল সহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ও কৃষিপন্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে শত শত যানবাহন চলাচল করে থাকেন।এবং ব্রিজটির উত্তর পাশের এ্যপ্রোচ উচু...