আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ। এ সময় প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম, এজিএস পদপ্রার্থী ফেরদৌস আল হাসান, নারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী আয়েশা সিদ্দিকা মেঘলাসহ প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। ইশতেহারের প্রথম দফায় বলা হয়েছে- জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনের প্রচেষ্টা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিচার নিশ্চিতে সরব ভূমিকা। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে প্রতিবছর জাকসু আদায়ের প্রতিশ্রুতি। অ্যালামনাইয়ের মাধ্যমে শক্তিশালী ‘শিক্ষার্থী কল্যাণ তহবিল’ গঠন। সম্পূরক বৃত্তির পরিমাণ বৃদ্ধি ও মাসিক ভিত্তিতে আদায় করা। দ্বিতীয় দফা- সেশনজট নিরসনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন এবং মানোন্নয়ন...