গুগলের সর্বশেষ ভিডিও জেনারেশন মডেল ভিও ৩ এবার আসছে গুগল ফটোসে। নতুন এই মডেল ব্যবহারকারীরা অ্যাপটির ‘ক্রিয়েট’ ট্যাব থেকে ব্যবহার করতে পারবেন। এখানে তারা স্থিরচিত্রকে একটি ভিডিও ক্লিপে রূপান্তর করতে পারবেন। গুগল ফটোসে অনেক আগেই ‘ফটো টু ভিডিও’ ফিচার চালু হয়েছিল তবে ভিও ৩ যুক্ত হওয়ায় এবার ভিডিওর মান আরও উন্নত হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। একইসঙ্গে এটি গুগলের সর্বাধুনিক এআই প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার একটি অংশ। উদাহরণ হিসেবে চলতি বছরের মে মাস পর্যন্ত গুগল ফটোসে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে দেড়শ কোটিতে। চলতি বছরের মে মাসে আই/ও ডেভেলপার কনফারেন্সে প্রথমবারের মতো উন্মোচিত হয়েছিল ভিওি ৩ যা ইমেজ-টু-ভিডিও জেনারেশন সুবিধা নিয়ে আসে। এরপর জুলাইয়ে গুগল এটি যুক্ত করে তাদের জেমিনাই অ্যাপে যেখানে এআই আল্ট্রা ও...