হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৯১ রান করে জিম্বাবুয়ে। জবাবে নেমে ১৪ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের ভালো শুরু এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উদ্বোধনীতে দুজনে তোলেন ৫৮ রান। ৫.২ ওভারে মেন্ডিস ফিরে যান। ৩ চার ও এক ছক্কায় ১৭ বলে ৩০ রান করেন এই ওপেনার। ৭.১ ওভারে ৭৬ রানে নিশাঙ্কা ফিরে যান। ৪টি চার ও এক ছক্কায় ২০ বল ৩৩ রান করেন তিনি। এরপর কুশল পেরেরাকে নিয়ে ৬৩ বলে ১১৭ রানে অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত করেন কামিল মিশারা। ৬ চার ও ৩ ছক্কায় মিশারা ৪৩ বলে ৭৩ রানে এবং ৪টি চার ও ২ ছক্কায় ২৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকে পেরেরা। স্বাগতিকদের হয়ে...