পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাকি বিল্লাহকে আটক করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। দলীয় ও জনপ্রতিনিধিত্বমূলক দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বাকি বিল্লাহ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একবার পৌরসভার মেয়র এবং দুই দফায় উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। থানা সূত্রে জানা যায়, গত ১১ মে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির এক নেতা বাদী হয়ে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নামীয় ১৮ জন ও আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে বাকি বিল্লাহকে আটক করা হয়েছে। এর আগে এ মামলায় ভাঙ্গুড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজসহ একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। হাফিজ...