ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনে গঠিত হলো ‘ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। শনিবার ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজিত হয় এক অভিষেক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পান প্রিয় ক্যাম্পাসের আবহ। প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। অনলাইনে যুক্ত থেকে অনলাইনে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস। অন্যদের মধ্যে বিভাগীয় প্রধান অধ্যাপক রাজিয়া মাহবুবা আক্তার, প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক রোকসানা আলম কাদরী, অধ্যাপক আঞ্জুমানআরা বেগম বক্তৃতা করেন। অনুষ্ঠানে বর্তমান ও সাবেক বিভাগীয় প্রধানসহ প্রথম ব্যাচ থেকে ২২তম ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হন এক আবেগঘন পরিবেশে। সভায় বক্তারা শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে চোখ ভিজিয়ে বলেন, কীভাবে ঢাকা কলেজ তাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে, কীভাবে এই বিভাগ তাদের স্বপ্ন...