ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটারদের মতামত নিয়ে প্রকাশিত চারটি জরিপের নিরপেক্ষতা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে তিনটি ‘জরিপে’ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ও ভিপি প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমকে এগিয়ে রাখা হয়েছে বিপুল ব্যবধানে। অভিযোগ উঠেছে, দুটি জরিপকারী সংগঠনের সঙ্গে ছাত্রশিবির সংশ্লিষ্টরাই জড়িত। একটি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনাস বিন মুনীর ছাত্রশিবির প্যানেলেরই সদস্য পদপ্রার্থী। আবার লেখক মহিউদ্দিন মোহাম্মদ ফেইসবুকে ‘বাংলাদেশ পাবলিক একাডেমির’ করা একটি ‘জরিপ’ ফল প্রকাশ করেছেন। সেখানে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে বড় ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে। এসব জরিপের ‘নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসু নির্বাচনের প্রার্থীদের অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ নামের একটি সংগঠন রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে তাদের জরিপ ফল প্রকাশ করে।...