প্রতিবারই নির্বাচনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হন সাংবাদিকরা। কোথাও কোথাও হামলার শিকারও হন।এতে অবাধ তথ্য প্রবাহ বন্ধ হয়ে যায়, সুযোগ সৃষ্টি হয় কারচুপির। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহে সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা চেয়েছেন গণমাধ্যমকর্মীরা। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান সংবাদপত্র ও ইলেক্টনিক মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা। মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি নির্বাচনকেন্দ্রে সংবাদ কাভারেজের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি-নিষেধ সংশোধন করতে হবে। নির্বাচনের সময় সাংবাদিকদের কার্ডের যেন কোনো অপব্যবহার না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাংবাদিকরা...