ফিনল্যান্ডের সংসদ সদস্য অ্যানা কন্টুলা। অতীতে যৌন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।কোনোভাবে জীবিকা নির্বাহের জন্য এই পথ বেছে নিয়েছিলেন তিনি। অ্যানার জীবনের এই দিকটা এতদিন অজানাই ছিল। আরও দীর্ঘদিনও হয়ত থাকতো, যদি না তিনি ফিনল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হেলসিঙ্গিন সানোমাতে দেওয়া সাক্ষাৎকারে এমন স্বীকারোক্তি করতেন। শনিবার (৬ সেপ্টেম্বর) হেলসিঙ্গিন সানোমাতে অ্যানার সাক্ষাৎকারটি প্রকাশিক হয়। সেখানে তিনি নিজেই বলেছেন, রাজনীতিতে আসার আগে দীর্ঘ সময় আমি যৌনকর্মী হিসেবে কাজ করেছি। টানা চতুর্থবারের মতো ফিনল্যান্ডের পার্লামেন্টে দায়িত্ব পালন করছেন ৪৮ বছর বয়সী অ্যানা। দীর্ঘদিন ধরেই তিনি যৌনকর্মীদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। তবে এবারই প্রথম তিনি নিজের অতীত অভিজ্ঞতা প্রকাশ করলেন। অ্যানা কন্টুলা জানান, মাত্র ১৬ বছর বয়সে ছাত্রাবাসে থাকার সময়ই তিনি এসকর্ট হিসেবে কাজ শুরু করেন। এর পেছনে ছিল আর্থিক সংকট ও কৌতূহল। তিনি...