আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ২০২৬ সালের জুনে বিশ্বকাপ শুরুর আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই তাদের। তবে এর আগে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে সব দল। সে অনুযায়ী সূচি চূড়ান্ত করেছে লাতিন পরাশক্তি। আসছে অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যার প্রথমটিতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দলটির বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ পুয়ের্তোরিকো। বিশ্বকাপ ভেন্যু যুক্তরাষ্ট্রে ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল। গত শুক্রবার (৫ আগস্ট) বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জয় পায় তারা। আসন্ন অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথম দিকে আর্জেন্টিনার চীন সফরের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই...