দেশের বাজারে টানা পাঁচ দফায় বাড়ল স্বর্ণের দাম। এতে স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৭১৮ টাকা বেড়ে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকায় বিক্রি হবে। বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ২৩ হাজার ৬৭ টাকা হবে। গত ৪ সেপ্টেম্বর থেকে...