জর্জিয়ার হুন্ডাই কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক হওয়া ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরিয়ান কর্মীকে মুক্তি দেওয়া পর দেশে ফিরিয়ে আনা হবে। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্টের প্রধান কর্মী কাং হুন-সিক জানান, এই শ্রমিকদের মুক্তির বিষয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ জর্জিয়ার হুন্ডাই কারখানার উৎপাদন কেন্দ্রে অভিযান চালিয়ে ৪৭৫ জনকে আটক করে, যাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফেডারেল এজেন্টরা আটক কর্মীদের বাইরে লাইনে দাঁড়াতে নির্দেশ দিচ্ছে। কাউকে কাউকে হাত, গোড়ালি ও কোমরে শিকল পরিয়ে দেওয়া হচ্ছে। আটককৃতদের বেশিরভাগকে ফ্লোরিডা সীমান্তের কাছে জর্জিয়ার ফোকস্টনে একটি অভিবাসন আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি, তবে তদন্ত চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার...