প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। তবে এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ মানুষের মধ্যে এখনও রহস্য তৈরি করে রেখেছে। নানা দেশে নানা কথা প্রচলিত এই গ্রহণ নিয়ে। ইনকা সভ্যতার লোকদের বিশ্বাস ছিল যে, একটি চিতাবাঘ চাঁদকে গ্রাস করার কারণে চন্দ্রগ্রহণ হয়। চাঁদের ওপর আক্রমণ শেষ হলে সে পৃথিবীতে নেমে এসে মানুষদের ওপর আক্রমণ করবে। তাই তারা চাঁদের দিকে বর্শা তাক করে কল্পিত এই চিতাবাঘকে ভয় দেখানোর চেষ্টা করতো। এমনকি আশপাশের কুকুরদের গায়ে তারা আঘাত করতো, যাতে কুকুরের আর্তচিৎকারে ঐ চিতাবাঘ ভয় পেয়ে পালিয়ে যায় এবং পৃথিবীতে আর আক্রমণ না করে। আসলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কী? বিজ্ঞানীদের মতে, যখন চাঁদ পৃথিবী এবং সূর্য এর গতিপথের মাঝে এসে যায় তখন সেটাকে সূর্যগ্রহণ বলে। আর যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ এর গতিপথের মাঝে...