চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নী সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর উভয়পক্ষের তরফে শান্তিপূর্ণ অবস্থান বজায় থাকার আশ্বাস পাওয়ার কথা বলেছে স্থানীয় প্রশাসন। রোববার বিকালে হাটহাজারী নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাটহাজারী বড় মাদ্রাসা কর্তৃপক্ষ, আহলে সুন্নত ওয়ালে জামাআত, স্থানীয় রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ বৈঠক হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব পক্ষের উপস্থিতিতে ফলপ্রসু বৈঠক হয়েছে। সেখানে উভয় পক্ষ তাদের দাবি উপস্থাপন করেছে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে শনিবার রাতে সংঘর্ষে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণও দেওয়া হবে। তিনি বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং মাদ্রাসার শিক্ষার পরিবেশ যাতে ব্যহত না হয় সেজন্য পরবর্তী যেকোন অনুষ্ঠানের আগে উভয়পক্ষ বসে করণীয় ঠিক করবেন। পাশাপাশি দুই পক্ষ...