০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম খুলনা-৪ আসনের সাবেক এমপি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী, তার স্ত্রী শারমিন সালাম, মেয়ে শেহরিন সালাম, পুত্র ইশমাম সালামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে ৭৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দেয় সংস্থাটি। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন অভিযোগটির অনুসসন্ধান চালাচ্ছেন। দুদক সূত্র জানা যায়, সরকারি নথি জালিয়াতির মাধ্যমে জাল রেকর্ডপত্র তৈরি করে পরিত্যক্ত সম্পত্তি হস্তান্তর, অনুমতি ও নামজারি করে গুলশান-২ আবাসিক এলাকার ১০৪ নম্বর সড়কের ২৭/বি নম্বরে ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাত করেন সালাম মুর্শেদী। সম্পত্তি আত্মসাত ঘটনায় জড়িত রাজউক কর্মকর্তাদের আসামী করা হলেও...