০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম পিরোজপুরে এক যুবককে হত্যার ঘটনায় ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুইজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. এজাজা শরীফ, মো. আক্কাস শরীফ, সাখায়েত শরীফ, আক্কাস শরীফের স্ত্রী শেফালী বেগম, সাখায়েত শরীফের স্ত্রী হ্যাপি বেগম এবং এজাজ শরীফের স্ত্রী লিমা বেগম। এছাড়া মো. এমরান নামে আরও একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ সালের ১০ জুলাই রাতে ভুক্তভোগী আবুল কালাম শরীফ আক্কাস শরীফের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা...